রামগড় কেন্দ্রীয়  কালীবাড়ি  পরিচালনা পর্ষদের সভাপতি  বিশ্ব ত্রিপুরা , শুভাশীষ  সম্পাদক

এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির  রামগড় উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন কেন্দ্রীয় মন্দির  শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পরিচালনা পর্যদ গঠিত হয়েছে। নব গঠিত পর্ষদের সভাপতি হয়েছেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাশ।

রোববার (১১ সেপ্টেম্বর)  রাতে দক্ষিণেশ্বী কালীবাড়ির অফিস কক্ষে উপদেষ্টা পর্ষদের বৈঠকে আগামী তিন বছরের জন্য নতুন পরিচালনা পর্যদটি গঠিত হয়।

প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ রামেশ্বর শীলের সভাপতিত্বে উপস্থিত সকল সদস্যের  সন্মতিতে এ পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

কমিটি গঠন শেষে প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ রামেশ্বর শীল আশা প্রকাশ করেন নতুন পরিচালনা পর্যদ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের আর্থ সামাজিক উন্নয়ন ও সুষ্ঠুভাবে মন্দির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024