বাঁচি ফুলের সুবাসে  

নাজমুন নাহার


আধা শত মুখ শতখানি মায়া ভরা টলটলে চোখ

সদায় নিয়ম করে দেখে আমার মত কত যে লোক। 

আমি ও তো যাই নি বাদ সপ্তাহে মাত্র দু'দিন ছাড়া 

থমকে যাবে তোমরা বিশ্বাস একদম নজরকাড়া। 


শুভ সকাল কেমন আছো মেয়েরা তোমরা সবাই? 

চোখের হাসি ছড়ানো মুখগুলোতে আমি তো জবাই। 

ভালো আছি আমরা ম্যাডাম, আপনি আছেন কেমন? 

যেমন করেছো তোমরা দোয়া আছি একদম তেমন।


এত সুন্দর হতে পারে স্রষ্টার এই যে অপূর্ব সৃষ্টি

নিপুন হাতে গড়া চোখজুড়ানো সে যে অপরূপ কৃষ্টি । 

শত চোখের হাসির ঝিলিক নিবন্ধিত হয়ে যে রূপে

আমার অবয়বে  যায় যে খেলে নিঃশব্দে চুপে চুপে।


না দেখার ভান করে চুপে চুপে আমিও যে তাই দেখি

সকালের সদ্যফোটা শিশির ভেজা নয় কিন্তু মেকি।

তাজা তাজা ফুল কথায় মশগুল আছে আপন মাঝে

কি যে ভালো লাগে দিনের শুরুর এই দারণ  সাজে। 


এই চুপ কর না, কেন যে এত কথা,এত কেন যে হাসি? 

পাগল হয়ে যাব আমি,যাব তোদের কথায় ভাসি । 

কি যে বলেন ম্যাডাম খিল খিল করে হেসে ওরা ওঠে  

মুগ্ধতা নিয়ে ভাবি হৃদয়টা এভাবে তো ফুলেরা লোটে।


পাঠ টা শিখেছিস তোরা?করেছিস বাড়ির কাজগুলো? 

কি বললি শিখিস নি?হাসছিস দেখিয়ে দাঁতের মুলো। 

দাঁড়া আসছি বের করছি তোদের দাঁত কেলানো হাসি, 

করবো কি শাসন? দেই যত ভাষণ পরি হাসির ফাঁসি।


তবু দেই না যে ফুলেদের আমার দূর্বলতা খুঁজতে

আমি যে নিয়মে আছি দায়িত্বে বাঁচি সে কথা বুঝতে।

মন ভালো করা কথা বলে অহরহ ওরা নাচি নাচি 

এভাবেই বাঁচি ফুলেদের সুবাসে একদম কাছাকাছি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024