|
Date: 2023-07-10 05:11:41 |
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন বরখাস্ত পুলিশ সদস্যসহ তিন রোহিঙ্গা। এর আগে ২০২২ সালে ছিনতাইয়ের অভিযোগে চাকরি হারান এই পুলিশ সদস্য। চাকরি হারানোর পর রোহিঙ্গাদের নিয়ে গড়ে তুলেন ছিনতাইয়ের একটি গ্রুপ।
রোববার (৯জুলাই) রাত ৯টার দিকে উখিয়া কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পুলিশ সদস্য আটক নিরঞ্জন দাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি থানার রতীশদাশের ছেলে। তার পরিচয়পত্র নং-(বিপি-৯৮১৭১৯৮৩২৪)। বাকী তিন রোহিঙ্গারা হলেন মো. সাদেক(২৩) শাহিন আলম(২০),মো. আসলাম(২০)।
বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।
তিনি জানান, ২০২২সালে বালুখালী একটি ক্যাম্পে ছিনতাইকালে জনতার হাতে আটক হয় এই বরখাস্ত পুলিশ সদস্য। পরে এই অভিযোগের ভিত্তিতে তাকে চাকরিচ্যুত করা হয়। পরে জেল থেকে বেরিয়ে রোহিঙ্গাদের নিয়ে একটি সিন্ডিকেট গ্রুপ গড়ে তুলে এই পুলিশ সদস্য। পুলিশের কৌশল ব্যবহার ছিনতাই করতেন তারা। তারা টার্গেট করে ছিনতাই করতেন। আজ স্থানীয় একজনকে গলায় ছুরি ধরে ছিনতাই করে। পরে বিষয়টি আমাদের জানালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, যে বরখাস্ত পুলিশ সদস্যকে ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়েছে তাকে একই ঘটনায় ২০২২ সালে আটক করে চাকরিচ্যুত করা হয়েছিল। তার বিরুদ্ধে এই আগেও একটি ছিনতাইয়ের মামলা আছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024