চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশে একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরিকাঘাতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 


সোমবার ( ১০ জুলাই) স্থানীয় সময় সকাল ৭:৪০ মিনিটে গুয়াংডং প্রদেশের লিয়ানজিয়াংয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র।


তিনি বলেন, নিহতদের মধ্যে স্কুলের একজন শিক্ষক, দুজন অভিভাবক এবং তিনজন শিক্ষার্থী রয়েছে। 


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং হামলার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024