পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মির্জাগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ০৭(সাত) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

রবিবার (৯ জুলাই) বিকাল ৫ টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপজেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক ভোরের কাগজ'র উপজেলা প্রতিনিধি মো. রিয়াজ হোসেন সোহাগ জোমাদ্দারকে আহবায়ক ও দৈনিক নয়া শতাব্দী'র উপজেলা প্রতিনিধি সিয়াম রহমান হিমেল কে সদস্য সচিব করা হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ন আহ্বায়ক মোঃ ইলিয়াস হোসেন (দৈনিক কালবেলা), যুগ্ন আহবায়ক মোঃ আল আমিন প্রিন্স (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সদস্য সুমন কাজী (দৈনিক সময়ের আলো), মোঃ আবদুর রহিম সজল (দৈনিক সংবাদ) ও সদস্য মোঃ আলমগীর হোসেন (দৈনিক বরিশালের কথা)। 

সভায় কমিটির সদস্যবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024