|
Date: 2023-07-10 10:26:18 |
ঈশ্বরগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দাদী নাতনির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামে। ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী।
জানা যায়, দুপুর ১টার দিকে বুনিয়াদপুর গ্রামের মৃত মেসরুউদ্দিনের স্ত্রী সাহেরা (৬০) তার ছেলে সুজন মিয়ার কন্যা জান্নাতকে (৫) নিয়ে বাড়ির উত্তর পাশে পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় দুজনই পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন দুজনকে পানি থেকে উত্তোলন করলে সাহেরার ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং জান্নাতকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
© Deshchitro 2024