জয়পুরহাটে অনেকদিন যাবৎ বিভিন্ন মানুষের আইডি ব্যবহার করে ট্রেনের টিকিট কালোবাজারি অধিক মূল্যে বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  সোমবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে জয়পুরহাট পৌরসভার সামনে মাস্টার কম্পিউটার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আলামত প্রাপ্ত হওয়ায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা ও একইসাথে অত্র প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। 

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার শান্তিনগর এলাকার মোবারক আলীর ছেলে।

ভ্রাম্মমান আদালত পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাপ্ত আলামতের ভিত্তিতে অভিযোগ প্রমানিত হওয়ার পর সে নিজের দোষ স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে কয়েকজন সাক্ষীও দিয়েছ,  তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তার কারাদণ্ড, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024