|
Date: 2023-07-10 13:42:54 |
মাদারীপুর জেলার শিবচর থানার আড়িয়াল খাঁ নদী শাসনের আনলোড ড্রেজার ডুবে নিহত হয়েছে ৩ জন। নিহতরা ডুবে যাওয়া আনলোড ড্রেজারের শ্রমিক। এরা হলো নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইসা (২২), রংপুরে জেলার কাউনিয়া উপজেলার একরামুল (২১) এবং ভোলার দুবলাহাট এলাকার আলাউদ্দিন, (৪৫)। স্থানীয় সুত্রে জানা গেছে আজ সোমবার বেলা দুইটা বাজে এ ঘটনা ঘটে। এরা সবাই ঘুমন্ত অবস্থায় ছিলো বলে ধারনা করা হচ্ছে।
© Deshchitro 2024