টাঙ্গাইলের মধুপুরে ঔষধ কোম্পানির কভার্ডভ্যানের ধাক্কায় স্ত্রী নিহত স্বামী আহত হয়েছে। ১০জুলাই সোমবার বেলা ২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের নতুন বাজার এলাকায়।

 নিহত রহিমা বেগম (৭০) মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর  গ্রামের আজাহার আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রহিমা বেগম তার স্বামী আজাহার আলীর সাথে মোটরসাইকেল যোগে গোপালপুর উপজেলায় নিকটাত্মীয়র মৃত্যু বার্ষিকীর দাওয়াতে যাচ্ছিলেন। মধুপুরের মুক্তিযোদ্ধা অফিসের কাছাকাছি পৌঁছালে পেছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে রহিমা বেগম ছিটকে রাস্তায় পড়ে গেলে ফার্মাসিউটিক্যালের কভার্ডভ্যানের চাকার নিচে পড়ে গেলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। 

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।

মধুপুর থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রহিমা বেগমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। কভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে আসে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024