|
Date: 2023-07-10 14:38:02 |
কিশোরগঞ্জের ভৈরবে গোছামারা স্টিল ব্রিজ থেকে লাফ দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে শর্ট লেগে পানিতে পড়ে জগন্নাথপুর এর অয়নের মৃত্যু।
নিখোজ লাশ উদ্ধার করেছে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ছেলে বিকাল বেলা ফুটবল খেলতে মাঠে গিয়ে ছিল,তারপর ফুটবল খেলা শেষ করে, তারপর গোসলের জন্য গিয়ে ছিল।
তারপর ব্রিজ থেকে লাভ দেওয়ার পরে এই ঘটনাটি ঘটে।
© Deshchitro 2024