কক্সবাজার টেকনাফের সাবরাংয়ে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত সদস্যকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।


১০ জুলাই (সোমবার) দিবাগত রাত ২ টার দিকে সাবরাং ইউপিস্থ কুরাবুইজ্জ্যা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।



আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া’র মৃত মোহাম্মদ আলী’র ছেলে আকতার হোছন (৪০), খানকার ডেইলের মৃত হাজী আমীর হামজা’র ছেলে মোঃ ইউনুছ (৫৮), চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালী’র নবাব মিয়া’র ছেলে মোঃ সোহেল (২৩)।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সাবরাং ইউপিস্থ কুরাবুইজ্জ্যা পাড়া এলাকায় ১০/১২ জনের একটি ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়া ডাকাতি প্রস্তুতি নিচ্ছে এরুপ সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ এর দুটি টীম অভিযান পরিচালনা করে এক রাউন্ড গুলি’সহ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, লম্বা ছোরা, রাম দা, কিরিচ, ও তিনটি লোহার রড এবং ডাকাতির কাজে ব্যবহৃত টমটম গাড়ীটিও জব্দ করা হয়।


আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ, কক্সবাজার, রামু, চকরিয়া ও ফেনী সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024