|
Date: 2023-07-10 19:15:33 |
অদ্য ১০ জুলাই ২০২৩ ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিবছরের মতো এবছরেও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং দৃষ্টিনন্দন পরিবেশ গড়ার লক্ষ্যে শাখার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ঘড়িষার শাখা কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৩ শত ছাত্র -ছাত্রীর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে উক্ত কর্মসূচি পালন করা হয়েছে। শাহজালাল ইসলামি ব্যাংক ঘড়িষার শাখা উদ্ভোদনের পর হতে প্রতিবছর শাখার আশেপাশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।
এবছর পদ্মার তীরবর্তী নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা তিনটি প্রতিষ্ঠান সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরেস্বর হাই স্কুল এন্ড কলেজে একইসাথে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয় যার ভেনু ছিল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ।
ঘড়িষার শাখা কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৩ । © ফাইল ছবি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব সৈয়দ শাহ্ সুফী কামাল নূরী, সুরেশ্বর কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আজগর আলী সাহেব, সুরেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব হাসানুজ্জামান খোকন সাহেব। এছাড়াও তিন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়গণ।
বক্তারা এই ধরনের কার্যক্রমের প্রশংসা ও ইতিবাচক মন্তব্য করেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য এবং শাহজালাল ইসলামি ব্যাংকের সাথে থাকার জন্য উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
© Deshchitro 2024