|
Date: 2022-09-12 16:27:26 |
কক্সবাজারের উখিয় রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
সোমবার ( ১২ সেপ্টেম্বর) দুপুরে রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন কালে চলমান কার্যক্রম ঘুরে দেখেন এবং জন্ম নিবন্ধন সহ ভিজিডি ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ , বয়স্ক, প্রতিবন্ধী, বিধাবা ও মাতৃত্ব ভাতা এবং অনলাইনের বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিএফের চাল বিতরণে অংশগ্রহণ করেন। পরে উখিয়া উপজেলা পরিষদ পরিদর্শন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,
ইউপি সদস্য আবদুল হক মেম্বার, মীর শাহেদুল ইসলাম রোমান, হেলাল উদ্দিন ও ইউপি সচিব মৃনাল বড়ুয়া প্রমূখ ।
© Deshchitro 2024