অদ্য ১১ ৭ ২০২৩ তারিখ সকাল ৯ টা ৩০ ঘটিকার সময় হরিদেবপুর টু পটুয়াখালী সড়ক এ সুহরি ব্রিজের নিচে তালতলা নামক স্থান ব্রিজের একটু পিছে রোড এক্সিডেন্ট  হয় অলিম্পিক কোম্পানির মালবাহী কভার ভ্যান ছোট সাইজের বেকারি বিস্কিটসহ বিভিন্ন সরঞ্জাম বহনকারী একটা গাড়ি এবং পথ যাত্রীর মোটরসাইকেল কভার ভ্যান সংঘর্ষে  ঘটনাস্থলে একজন মারা যায়  দূর্ঘটনায় নিহত ব্যক্তির নাম রায়হান ঢালী (১৩)

পিং-নিজাম ঢালী সাং-বাদুরা, ০৯ নং ওয়ার্ড গোলখালী । মোটরসাইকেলের যাত্রী ড্রাইভার দুইজন ঘটনা স্থলে মারাত্মক জখম  হইয়া পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে রওনা করে। যানবাহন চলাচল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক কভার ভ্যান ড্রাইভার গাড়ি অটক আছে মামলার রজ্জুর প্রক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024