|
Date: 2023-07-11 14:55:24 |
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির তৃণমূল ক্রীড়া প্রতিভা অন্বেষণ ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট ইভেন্টে দুই মাসের প্রশিক্ষণ নিতে ঢাকা বিকেএসপি’র প্রশিক্ষণ ক্যাম্পিং-এ যোগ দিলো কুষ্টিয়ার উদীয়মান ক্রিকেটার বাশার ক্রিকেট একাডেমি ও কুষ্টিয়া জেলা অনুর্ধ ১৪ দলের ক্রিকেটার আহসান রহমান উচ্ছ্বাস।
মঙ্গলবার (১১ জুলাই) ঢাকা বিকেএসপিতে যোগ দেয় উচ্ছ্বাস। এর আগে তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ-২০২৩ এর আওতায় ২১টি ইভেন্টে সারা বাংলাদেশে ৬৪ জেলা থেকে ১৭০ জন বালক এবং ২৫ জন বালিকা ক্রিকেটারের মধ্যে চান্স পায় উচ্ছ্বাস। এর মধ্যে প্রথম পর্যায়ে এক মাসের ট্রেনিং শেষে ৭৫ জন বালক ও ১০ জন বালিকা দ্বিতীয় ট্রেনিং-এ উত্তীর্ণ করে। যার মধ্যে রয়েছে কুষ্টিয়ার এই উদীয়মান ক্রিকেটার উচ্ছ্বাস।
আহসান রহমান উচ্ছ্বাস কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সত্যখবর মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসিবুর রহমান রিজুর ২য় পুত্র। আহসান রহমান উচ্ছ্বাস এর সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করছেন তার পরিবার।
© Deshchitro 2024