সব ধরনের প্রক্রিয়া শেষে ৭২৬ জনকে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৭ জন শিক্ষার্থী রয়েছে এই তালিকায়। গত রবিবার (৯ জুলাই) প্রজ্ঞাপন প্রকাশের পর  বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। 


সুপারিশপ্রাপ্ত ৭ জন হলেন- লোক প্রশাসন বিভাগের  সপ্তম ব্যাচের শিক্ষার্থী কামরুল হাসান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী নাজমুল অভি, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ইমরান মাহমুদ জীবন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হরিৎ, অর্থনীতি দশম ব্যাচের শিক্ষার্থী আলাউদ্দিন ও মার্কেটিং দশম ব্যাচের নাজমুল লিংকন চৌধুরী এবং ১১তম ব্যাচের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো: ইমতিয়াজ শাহরিয়া ভূঁইয়া। 


নাজমুল অভি এ ব্যাপারে বলেন, 'আমাদের পরিবারের বেশ কয়েকজন পুলিশে আছে। ওনাদের দেখেই পুলিশে কাজ করার পেওটি আগ্রহী। অবশেষে সেই আশা পূরণ হয়েছে। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ আমি।'


সুপারিশপ্রাপ্ত ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো: ইমতিয়াজ শাহরিয়া ভূঁইয়া বলেন, 'মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রথম কিংবা দ্বিতীয় দিন হবে সিনিয়রা সবাইকে জিজ্ঞেস করতেছিল কে কী হতে চাই? যখন বলেছিলাম পুলিশ হতে চাই তখন সবাই একটু হা করে তাকাই ছিল। ইন্জিনিয়ারিং পড়ে পুলিশ! পড়ে বন্ধুবান্ধব সবাই ধরে নিয়েছিল এই পেশাটাই সত্যি সত্যি আমার সাথে মানাবে। পরম করুনাময় আল্লাহ সহায় হয়েছেন। আমার পরিবার এবং পাশের মানুষ মানুষগুলো সবসময় সাপোর্টিভ ছিল।


তিনি আরো বলেন, 'স্কুলের গন্ডি পেড়িয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠন, সামাজিক, আঞ্চলিক এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন কাজ করেছি। বিশ্ববিদ্যালয়েও হলে থাকার সুবাদে অনেক মানুষের সাথে মেলামেশা এবং মানুষের জন্য সাধ্যমত কিছু করার শিক্ষা পেয়েছি। বাংলাদেশ পুলিশের মত একটা প্লাটফর্মে সেই শিক্ষা ঠিকভাবে কাজে লাগাতে পারবো বলে আশাবাদী। মানুষের জন্য কাজ করতে চাই। কাজের মাধ্যমে পুলিশ বিভাগের সুনাম বৃদ্ধি করতে চাই।'

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024