মোরেলগঞ্জ  উপজেলা  প্রেসক্লাবের বার্ষিক সম্মেলনে ২০২৩-২০২৪ মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী এ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মোঃ আবু সালেহ (দৈনিক খোলা কাগজ) ও সাধারণ সম্পাদক পদে এইচ এম জসিম উদ্দিন  (দৈনিক  ভোরের কাগজ ) নির্বাচিত হয়েছেন মঙ্গলবার (১১ জুলাই)  সন্ধ্যায়  প্রেসক্লাব কার্যালয়ে  প্রধান নির্বাচন কমিশনার সদ্য বিদায়ী  সভাপতি এইচ এম শহিদুল ইসলাম ও সহকারী  নির্বাচন  কমিশনার ও সদ্য বিদায়ী  সাধারণ সম্পাদক  মোঃ শামীম আহসান মল্লিকের পক্ষে মোরেলগঞ্জের একসময়ের প্রখ্যাত সাংবাদিক  অধ্যাপক মনিরুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।


এছাড়া এ কমিটির সিনিয়র  সহ-সভাপতি পদে  মোঃ সাইফুজ্জামান রিপন (দৈনিক যায়যায়দিন), সহসভাপতি পদে কেএম শহিদুল ইসলাম ( দৈনিক  দেশের  কন্ঠ), সহ সাধারণ সম্পাদক  পদে মেজবাহ ফাহাদ ( দৈনিক ইনকিলাব),   অর্থ সম্পাদক পদে মোঃ  রমিজ উদ্দিন  (দৈনিক প্রভাত),  দপ্তর সম্পাদক পদে শিব সজল যীশু  ঢালী (দৈনিক  দক্ষিণাঞ্চল), প্রচার সম্পাদক পদে এখলাস শেখ (দৈনিক ক্রাইম তালাশ) এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে  এইচএম শহিদুল ইসলাম  (দৈনিক আমার  সংবাদ ও দৈনিক  প্রবাহ), এম এ জলিল ( দৈনিক ভোরের  ডাক) ও মোঃ হাসানুজ্জামান  বাবু ( দৈনিক নওয়াপাড়া) নির্বাচিত হয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024