বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৫) বছর বয়সের এক যুবক নিহত হয়েছে। গত মঙ্গলবার (১১ জুলাই) রাত ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। তার পড়নে ছিল টাউজার ও গেঞ্জি। এদিকে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশের ক্রাইমসিনের দল কাজ করছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে থানার পুলিশ বাহিনী রণ পাহারার সময় রাত ৩টায় জানতে পারেন বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। খবর পেয়ে রাতেই এএসপি নাজরান রউফ, ওসি রেজাউল করিম ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের পরিচয় শনাক্তের জন্য আজ বুধবার সকালে পিবিআই ক্রাইমসিনের দল তার ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024