|
Date: 2022-09-13 02:34:21 |
◾ এসোনা বর্ষা বৃষ্টিতে ভিজি ◾
বেলাল হোসাইন বিদ্যুৎ
বর্ষা দেখো বাহিরে
প্রচুর বৃষ্টি হচ্ছে
তোমার সাথে ভিজতে
আজ আমার করছে ইচ্ছে।
বর্ষা এসোনা আজ
হাতে রেখে হাত
দুজন পূরণ করি
বৃষ্টিতে ভেজার সাধ।
বর্ষা এসোনা আজ
তোমার হাতটি ধরি
স্বপ্ন পূরণ কবে হবে
সেই গল্পটি করি।
বর্ষা আজ তোমার হাতে হাত রেখে
বৃষ্টিতে ভিজতে চাই
আজকে এই এমন দিনে
তোমায় নিয়ে হারিয়ে যেতে চাই।
কোথাও আজ কেউ নেই
দেখো রাজপথে তাকিয়ে
তোমার আসার অপেক্ষাতে
আমি একাই রয়েছি দাঁড়িয়ে।
© Deshchitro 2024