নারী ◾

কবি- মোঃ শামীম হাসান 

সাব ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ




তুমি নারী সব কোমলের প্রতীক

সব স্বপ্নের আধার 

স্বপ্নে বিভোর করো সবে সঠিক।


তোমার ছোঁয়ায় পাষাণ হৃদয় গলে

তুমি কষ্টিপাথর 

তোমার হাতে সোনার ফসল ফলে।


তুমি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত

তুমি বসন্ত গীত,

তুমি সুন্দর জাতি গঠনের জননী 

তুমি এক ঝাঁঝর 

তোমায় নিয়ে সব ছন্দের গাঁথুনি। 


তুমি সুখের পরশ, কর্মের প্রেরণা 

তুমি সেই সুর

যে সুর জীবনের বাস্তব আল্পনা। 


জগৎ জুড়ে তোমার স্তুতি গায়

তুমি শুরু অবধি

আছো পুরুষের পাশে নিদ্রায়।


তুমি শক্তি, সাহস, বুদ্ধি, অনুপ্রেরণা

কঠিন বিপদে

তবুও দেখি তোমারি আনাগোনা। 


তুমি শান্তির বার্তা পাঠাও মনে

সূর্যের উত্তাপে 

তুমি থাকো পুরুষের মনেপ্রাণে। 


তিনটি রূপে এ জগতে তব বিচরণ 

সকল রূপে

 তুমি যেন জ্যোৎস্নার আস্ফালন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024