|
Date: 2023-07-12 12:59:18 |
কুড়িগ্রামে ধরলা আশ্রয়ণ প্রকল্পে নারকেল, আম, সুপারিসহ মরিয়ম ও আজোয়া জাতের সৌদি খেজুর চারা রোপণ করা হয়েছে।
বুধবার দুপুরে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান, উপজেলা ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সহ গণমাধ্যম কর্মীরা। অন্যান্য ফলের চারা রোপণের পাশাপাশি ভারত থেকে আনা মরিয়ম ও আজোয়া জাতের ৬০টি সৌদি খেজুর চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণকালে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ বলেন, এ প্রকল্পের আওতায় ১৩০টি পরিবার ২শতক করে জমি সহ প্রধানমন্ত্রীর ঘর পেয়েছে। এদেরকে স্বাবলম্বি করতে ২টি পুকুর খনন করে মৎস্য চাষের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শাক-সবজি বাগানসহ প্রতিটি পরিবারের জন্য ফলদ গাছ রোপণ করা হচ্ছে। এ গুলো পরিচর্যা করতে পারলে তারা অনেকাংশেই স্বাবলম্বী হবে।
© Deshchitro 2024