|
Date: 2023-07-12 14:35:14 |
বগুড়ার শাজাহানপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর শিক্ষার্থীদের স্কুলড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়।
বুধবার (১২ জুলাই) বিকাল ৫টায় জালশুকা উচ্চ বিদ্যালয়ে ৪টি উপানুষ্ঠানিক কেন্দ্রের ১২০জন শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে স্কুলড্রেস ও ব্যাগ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক।
উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজিউল হক গাজী, জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মমিন, প্রধান শিক্ষক আবু ইশতিয়াক আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াদুদ মকুল, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুক্তার হোসেন, সুপারভাইজার মাসুম হাসন, টিটু, বিল্লাহ, মামুন, ছালমা খাতুন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃদ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024