শ্যামনগরে হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবীতে মানববন্ধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ হেলথ প্রমোশন ফাউন্ডেশন জনস্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। হেলথ প্রমোশন ফাউন্ডেশন তামাক, এলকোহল, অস্বাস্থ্যকর খাবার নিয়ন্ত্রণ ও সম্ভাব্য অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সফলতার সাথে কাজ করে আসছে। তারা রোগ প্রতিরোধ ব্যবস্থায় তুলনামূলক অল্প বিনিয়োগ করে সহজে রাষ্ট্রের চিকিৎসা ব্যয় কমিয়ে আনতে সম হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ তামাক, এলকোহলের ওপর নির্ধারিত করআরোপ করে ইতিমধ্যেই বিশ্বের ২৩ টা দেশ হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সার্বিক সহযোগিতায় বাটার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রতিনিধি বড় কুপট গণচেতনা ফাউন্ডেশন স্বাস্থ্য উন্নয়নে হেল্থ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবিতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বড় কুপট গণচেতনা ফাউন্ডেশনের পরিচালক শিবু প্রসাদ বৈদ্য, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী পরিদর্শক বিকাশ চন্দ্র, গীতা রানী প্রমুখ।
 মানববন্ধন শেষে সংগঠনটি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে  ও জেলার মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন কর্মসূচি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024