|
Date: 2023-07-13 10:02:55 |
কক্সবাজার টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া এলাকায় র্যাবের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আটক করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আব্বাস গনি (৩৫) টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ কাঞ্জরপাড়া এলাকার শফি উদ্দিনের ছেলেকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল ইসলাম পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এতথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল আসছিল। আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ থানার মামলা নং-৩৫, তাং ২০/১১/২০১৬ খ্রিঃ, ১৮৬০ সনের পেনাল কোড দঃ বিঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩৫৪/৩৭৯/৫০৬(২) ধারায় মামলা রয়েছে।
সহ-অধিনায়ক আরোও বলেন, অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে র্যাব দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024