|
Date: 2023-07-13 10:04:42 |
আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের অদুরে যাত্রীতদর মালামাল ডাকাতি প্রস্ততি কালে দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত বুধবার (১২জুলাই) রাতে সান্তাহার রেলওয়ে থানার অধিনে ডাঙ্গাপাড়া নির্মানাধিন ব্রিজের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ছোড়া, হাসুয়া ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভুতমারা কালিতলাহাট গ্রামের বাবলু রহমানের ছেলে শুভ ওরফে শুভেচ্ছা (২৬) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বড়খুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে রেজোয়ানুল ইসলাম ওরফে রেজাউল (৪১)। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় একটি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, গত বুধবার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের দক্ষিনে ডাঙ্গাপাড়া নামক স্থানে রেলওয়ের নির্মানাধিন ব্রিজের নিকট ট্রেনের যাত্রীদের পথরোধ করে ডাকাতির উদ্দেশ্যে প্রস্ততি নিয়ে অবস্থান করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সেখানে রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত দুইজন পেশাদারী ডাকাতকে গ্রেফতার ও তাদের নিকট থেকে একটি ছোড়া, একটি হাসুয়া ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার গ্রেফতারকতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024