কক্সবাজারের উখিয়ায় কক্সবাজার-টেকনাফগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার সহ দুইজন আটক করা হয়েছে।


কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম বার এর নির্দেশে কক্সবাজার জেলায় বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযান চলাকালে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সহ চিহ্নিত আসামীদের গ্রেফতার এবং ওয়ারেন্ট তামিলে বিশেষ জোর দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল পিপিএম-সেবা এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্রসহ রামু এলাকা হইতে বাসযোগে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্র পাচার করতেছে।


উক্ত সংবাদের ভিত্তিতে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল পিপিএম-সেবা এর নেতৃত্বে উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স উখিয়া থানাধীন ৪নং রাজাপালং ইউপিস্থ ৯নং ওয়ার্ডের কুতুপালং সাকিনস্থ দারুল কোরআন ইসলামী মাদ্রাসার সামনে কক্সবাজার-টেকনাফগামী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চলাকালীন


দীর্ঘ ৮ ঘন্টা পর টেকনাফগামী সরাসরি স্পেশাল সার্ভিস বাসে (রেজিঃ নং-১১-০৩১৫) তল্লাশী চালিয়ে একটি ওয়ান শুটার গান এবং ৫০ রাউন্ড তাজা গুলিসহ আব্দুল আজিজ (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগমকে আটক করতে সক্ষম হন তারা। আটককৃত আজিজ কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদঘর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফজল করিমের ছেলে কে আটক করতে সক্ষম হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, আসামীরা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের জন্য এসেছিল।


কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ রাসেল জানান, আসামীরা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের জন্য এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024