সুরমা নদীতে মা ও পোনামাছ নিধন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 
হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে,মা ও পোনামাছ নিধন রোধে,সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৮লক্ষ টাকার আনুমানিক ১২০০মিটার নিষিদ্ধ বেড় জাল(মশারি জাল)জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,সুনামগঞ্জ জেলা সদর উপজেলার নির্বাহী অফিসার ইউএনও সালমা পারভীন।আটককৃত বেড়জাল(মশারিজাল) জনসম্মুখে আগুনে পুড়ে ভুস্মিভূত করা হয়।

আজ (১৩ জুলাই)বৃহস্পতিবার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সুনামগঞ্জ সদর এর আয়োজনে সকাল হতে বিকাল পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা,সুনামগঞ্জ সদর প্রশান্ত দে,মৎস্য অফিসের কর্মচারী আবু তোহা পিপুল সরকার,,ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা। 

উল্লেখ্য যে এর পূর্বে গত ১০জুলাই সোমবার একই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে,নিষিদ্ধ বেড় জাল,কারেন্ট জাল দিয়ে  অবৈধভাবে মা ও পোনামাছ নিধনের দায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর অধীনে ১০০০ হাজার টাকা অর্থদণ্ড ও আনুমানিক  ৯লক্ষাধিক টাকা মূল্যের ৬টি বেড় জাল(মশারি জাল)জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়ে ভুস্মিভূত করা হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বলেন,হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে,মা ও পোনামাছ নিধন রোধে,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024