কক্সবাজার র‌্যাব-১৫ সদর দপ্তরের আভিযানিক দল যাত্রীবাহী বাস তল্লাশী করে ২৮কেজি গাঁজাসহ ২৬নং মোচনী ক্যাম্পের ৩জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে।


সুত্র জানায়,১৩জুলাই বিকাল পৌনে ৩টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার রামু হাসপাতাল পাড়াস্থ মেসার্স প্রান্তিক ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। কিছুক্ষণ পর শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (রেজিঃ নং-চট্ট মেট্রো-ব-১৪-৪৬৪১) থামিয়ে তল্লাশীর সময় ৩জন মহিলা যাত্রী সন্দেহজনকভাবে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল ধাওয়া করে টেকনাফের ২৬নং মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা (এফডিএমএন) আব্দুল গণির স্ত্রী আমিনা খাতুন (২৪) (এফডিএমএন), মোহাম্মদ উল্লাহর স্ত্রী আনোয়ারা বেগম (৩০) এবং শামসুল আলমের স্ত্রী আমিনা বেগম (৪২) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলাদের দেহ ও সাথে থাকা ৩টি কাপড়ের ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে ২৮কেজি গাঁজা উদ্ধার করা হয়।



কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ ধৃত মহিলা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর রামু থানায় সোর্পদ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024