|
Date: 2023-07-14 02:31:07 |
নোয়াখালীর চাটখিলে বৃহস্পতিবার (১৩ জুলাই) নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. জাবেদ (২১) চাটখিল পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দশানী টবগা গ্রামের চৌকিদার বাড়ির মো. দুলালের ২য় সন্তান। পার্শ্ববর্তী নোয়াখলা ইউনিয়নে নির্মাণ কাজ করতে গিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাদে কাজ করার সময় পা পিছলে পড়ে যাওয়া অবস্থায়, ছাদের পাশে দিয়ে বিদ্যুৎতের খুটির তারে, আত্মরক্ষার জন্য বিদ্যুৎস্পৃষ্ঠ হলে, স্থানীয়রা উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
© Deshchitro 2024