মোঃফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।  


জানা যায়, বৃহস্পতিবার ( ১৩ জুলাই) সহকারী কমিশনার ( ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলামের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক এসআই আশিকুর রহমান,  কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু ও উপজেলা ভূমি অফিসের পেশকার তারিকুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।


অভিযানে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে মৎস্য সুরক্ষা আইন-১৯৫০ অনুযায়ী ২ টি মামলায় ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত প্রায় ৪০ কেজি অবৈধ কারেন্ট জাল বিনষ্ট করা হয়।


অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী পূর্বধলা উপজেলার মোঃ সিদ্দিক মিয়া ও দূর্গাপুর উপজেলার ঢাকুমারা গ্রামের মঞ্জুরুল হক কে  ভ্রাম্যমান আদালত জরিমানা করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। 


সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024