একটি পাখি একা

 কলমে মোঃ আরিফুল ইসলাম (রঞ্জু)

 

গোধূলির আকাশে একটি পাখি

উড়ে যায় একা।

পাখার আবীর রোদ ঝেড়ে

নীড়ে ফিরে

সঙ্গীহীন বিষন্নতায় অন্ধকারে।

হয়তো সেও ডেকেছিলো 

চিৎকার করে ডেকেছিলো 

সাড়া দেয় নি -

ফিরে তাকায় নি সাথী। 

তেমনই অনেক ডেকেছি আমি 

চিৎকার করে ডেকেছি 

তুমি সাড়া দাও নি -

একবারও ফিরে তাকাও নি

চলে গেছো নদীর জোয়ারের মত ভরিয়ে

ভাটায় মৃত গাঙের মত একা করে

তারপর কোথায় মিশে গেছো -

হারিয়ে গেছো পাই নি আর খুঁজে।

গোধূলির আকাশে একটি পাখি একা

আর আমি চোখের আলোর সীমানায় তাকিয়ে

দাঁড়িয়ে আছি একা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024