|
Date: 2023-07-14 10:38:21 |
বড় ভাইকে প্রাণনাশের হুমকি দিয়েছেন ছোট ভাই। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন বড় ভাই আবদুল মালেক। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকার মোকতার আহমদের ছেলে। ছোট ভাই মো. শরীফ (৪০) কে বিবাদী করে ৯ জুলাই কক্সবাজার সদর থানায় এ সাধারণ ডায়েরি (নং ৬৫২) দায়ের করা হয়।
ডায়েরীর বাদি আবদুল মালেক জানান- তার ছোট ভাই শরীফ লোভী ও প্রতারক। ২ বছর পূর্বে রামুর চাকমারকুল এলাকার আপন খালাকে হজ্বে নেয়ার কথা বলে ৮ লাখ টাকা আত্মসাৎ করেন শরীফ। পরে বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও ওই টাকা ফেরত দেয়নি। টাকা ফেরত না পাওয়ার কারণে খালা জান্নাতুল বকেয়ার সাথে স্বামীর মনোমালিন্য ও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়।
স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের বিষয়টি নিয়ে নিরসনে ৭ জুলাই সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন আবদুল মালেক। এতে ক্ষিপ্ত হয়ে মো. শরীফ ওই বৈঠকেই তাকে (মালেক) মারধর করতে উদ্যত হয়।
এছাড়া গত ৯ জুলাই মো. শরীফ মুঠোফোনে বোন খতিজা বেগমকে কল করে আবদুল মালেককে গালমন্দ শুরু করে দেখে নেয়ার হুমকি দেন। এসময় মুঠোফোনে এ ঘটনার প্রতিবাদ জানালে আবদুল মালেককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও স্বপরিবারে হত্যার হুমকিও দেন মো. শরীফ।
প্রতারণার শিকার জান্নাতুল বকেয়া জানান- মো. শরীফ ২ বছর পূর্বে তাকে হজে¦ নেয়ার আশ্বাস দিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে হজে¦ নেয়া দূরের কথা, টাকাগুলোও ফেরত দেয়নি। হজে¦ নেয়ার নামে সে বড় ধরনের প্রতারণা করেছে। এখন তার ভাগিনা মালেককে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
© Deshchitro 2024