|
Date: 2023-07-14 11:26:39 |
পটুয়াখালীর মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনায় মোঃ মনির হাওলাদার (৪৫) নামে এক পিতাকে কোদাল দিয়ে কুপিয়েছে তার ছেলে। এতে সে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমকি চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। ঘটনার পর হামলাকারী ছেলে মোঃ রাব্বি হোসেন (১৫) গা-ঢাকা দিয়েছে বলে জানা যায়।
শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের কাশিনাথ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মনির হাওলাদার ওই গ্রামের মৃত সিদ্দিক হাওলাদের ছেলে এবং তিনি পেশায় একজন রিক্সাচালক।
স্থানীয় সূত্র ও আহত পিতার সাথে কথা বলে জানা যায়, আহত পিতা মনিরের সাথে তার স্ত্রী-সন্তানদের প্রায় সময়ই ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। ঘটনার দিন সকালে আহত মনির ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এতে তার ছেলে রাব্বি ও স্ত্রী ক্ষিপ্ত হয়ে মনিরকে ঘর থেকে বের করে দেয়। পরে ঘরের বাহিরে বসে মনির গালাগালি করলে রাব্বি ভিতর থেকে কোদল এনে পিতা মনিরের হাতের ওপর কোপ দেয়। এতে তার হাতের কব্জির একটু নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
© Deshchitro 2024