জলবায়ু ক্ষতিপূরণের দাবীতে নদীর চরে যুবদের বিক্ষোভ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জলবায়ু ক্ষতিপূরণের নায্য দাবী চেয়ে নদীর চরে বিক্ষোভ করেছে যুব সদস্যরা।

শুক্রবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খোলপেটুয়া নদীর জেগে উঠা চরে নেমে ব্যানার, পোষ্টার, প্লাকার্ড ,ফেষ্টুন নিয়ে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও বারসিকের সহায়তায় এ বিক্ষোভের আয়োজন করে।

বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, ধনী দেশের মানুষ আরাম করে, আর উপকূলের মানুষ ডুবে মরে। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। অথচ জলবায়ু ট্রাস্টের অর্থায়নে এই এলাকায় কোন কাজ নেই। বিশ^ায়নের ফলে উপকূলের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দূর্যোগের সম্মুখিন হলেও ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কোন চিন্তা ভাবনা নেই। ক্ষতিগ্রস্থ উপকূলের মানুষ দাবী তুললেও ধনী দেশ গুলির কাছে পৗঁছাচ্ছে বলে মনে হয় না। এ ছাড়া বক্তারা নদী গুলি পুনঃখনন, টেক সই বেড়ী বাঁধ নির্মান সহ অন্যান্য দাবীর কথা তুলে ধরেন।

বক্তব্য রাখেন বারসিকের পরিচালক গবেষক পাভেল পার্থ, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী(ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ জোয়ারদ্দার, প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদ্দার, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, বরষা গাইন, রুবিনা পারভীন , শাকিল হোসেন প্রমুখ।

ছবি- শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের দাবীতে নদীর চরে যুবদের বিক্ষোভ।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024