যশোরের সদর উপজেলার  বসুুন্দিয়া ইউনিয়নের থেকে ডাকাতি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আকবর আলী নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে অভয়নগর থানা  পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া বাজার থেকে বসুুন্দিয়া ক্যাম্পের পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আকবর আলী অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের আনোয়ারুল্লাহর ছেলে।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসুন্দিয়া ক্যাম্প পুলিশের সহোযোগিতায় বৃহস্পতিবার রাত১১ টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া বাজারে অভিযান চালিয়ে  দীর্ঘদিন পালিয়ে থাকা ডাকাতি মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আকবর আলীকে গ্রেপ্তার করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024