|
Date: 2023-07-14 15:31:46 |
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে জার্মান রেড ক্রসের সহায়তায় কক্সবাজারের টেকনাফে পিপিপি প্রজেক্টের দুর্যোগ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্তের সভাপতিত্বে রেড ক্রিসেন্টের কো-অর্ডিনেটর মোঃ হারুন রশিদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দেলোয়ার হোসেন, বিডিআরসিএস’র ডিডি পিএমও আব্দুল করিম,জিআরসির কান্ট্রি ডিরেক্টর গৌরব দে,জার্মান রেডক্রসের কক্সবাজারের পিসি এনা মারিকিনা, সিনিয়র প্রজেক্ট অফিসার সিলভি ও তানিয়া আক্তার।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কক্সবাজারের ইউএলও সহকারী পরিচালক সাইফুল ইসলাম।
এছাড়াও এসময় দুর্যোগ নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ, নাফ রেডিওর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়ে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
© Deshchitro 2024