কুমিল্লার চান্দিনায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চান্দিনা আল আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের হিফজ বিভাগে ওই দোয়া অনুষ্ঠান হয়।

এতে দৈনিক যুগান্তরের চান্দিনা প্রতিনিধি মো. আবদুল বাতেনের সভাপতিত্বে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনী তুলে ধরে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও চান্দিনা মহিলা কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. এনায়েত উল্লাহ ভূঁইয়া, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি কাজী রাশেদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-দৈনিক দেশ চিত্র প্রতিনিধি মো. সাকিবুল হাসান, দৈনিক আজকের পত্রিকা ও আজকের কুমিল্লা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, মাইটিভি প্রতিনিধি শাহজালাল সরকার সাজু, আনন্দ টিভির চান্দিনা প্রতিনিধি মিজানুর রহমান, ভোরের কলাম প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, মুক্তখবর প্রতিনিধি মো. সোহেল রানা, বাংলাদেশ সমাচার প্রতিনিধি ইয়াসিন আরাফাত, মেহেদী আল আমিন খাঁন সজীব, ব্যবসায়ী নেতা মো. জসিমুজ্জামান ভূইয়া, মো. জাকির হোসেন, মো. ওয়াসিম, আল আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের হাফেজ মো. কামরুল ইসলাম, শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মো. খোকন মিয়া, পত্রিকা বিক্রেতা মো. বাবুল হোসেন প্রমুখ।

মিলাদ-মাহফিল, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. দেলোয়ার হোসেন। পরে এতিম শিশু ও অতিথিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024