|
Date: 2023-07-15 04:10:04 |
সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৮০৩ বস্তা ভারতীয় কয়লাসহ ০১ জন গ্রেফতার।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহমেদুল আরেফিন, এএসআই শফিকুল ইসলাম গত ১৩-০৭-২০২৩ খ্রি. রাত্রী ০৩:১৫ ঘটিকায় তাহিরপুর থানাধীন কলাগাঁও গ্রামস্থ মৃত আসমত আলীর ছেলে দুলাল মিয়ার বসতবাড়িতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে দুলাল মিয়াকে আটক করেন। ঐ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিবুর রহমান@হাবিব সরদার (৫০), পিতা-মৃত ইন্তাজ আলী, সাং-কলাগাঁও, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ নামের এক ব্যক্তি পালিয়ে যায়। আটককৃত আসামির হেফাজতে থাকা বাড়ির উঠানে ২০ কেজি করে ৮০৩ বস্তা ভারতীয় জ্বালানী (কয়লা) সর্বমোট পরিমাণ ১৬০৬০ (ষোলো হাজার ষাট) কেজি যার আনুমানিক মূল্য ২,৫৬,৯৬০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত কয়লার আমদানী সংক্রান্তে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। গ্রেফতারকৃত ও পলাতক আসামি পরস্পর যোগসাজসে শুল্ক ফাঁকি দিয়ে জব্দকৃত কয়লা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আনায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
© Deshchitro 2024