মধুপুরের কাকরাইদ উচ্চ বিদ‍্যালয়েরর মিলনায়তনে প্রগতি লাইফ ইন্স‍্যুরেন্সের বীমা দাবী প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার  প্রগতি লাইফ ইন্স‍্যুরেন্সের আয়োজনে কাকরাইদ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সেমিনারে ০২ জন গ্রাহকের বীমার মেয়াদ পূর্ণ হওয়ায় চেক প্রদান ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে  । 

সভায় উপস্থিত ছিলেন মো জালাল উদ্দিন,  জেলা- কো- অর্ডিনেটর,  ইনচার্জ, গোপালপুর সার্ভিসিং সেল, প্রগতি লাইক ইন্স‍্যুরেন্স  লিঃ, আরো উপস্থিত ছিলেন  নজরুল ইসলাম, সহকারী শিক্ষক,  পীরগাছা সেন্ট পৌলস্ হাই স্কুল, রাজীব উদ্দীন, সহকারী শিক্ষক,  সুমন আহমেদ, সহকারী শিক্ষক,  পান্না মিয়া সহকারী শিক্ষক, অরণখোলা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ, মো শাকিল, মো উজ্জ্বল কোষাধ্যক্ষ কাকরাইদ শিল্প ও বনিক সমিতি এবং কাকরাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 

সভায় বক্তারা বলেন জীবন যাপনের আর্থিক  ঝুঁকি এড়াতে বীমা একটি উত্তম মাধ্যম। তারা উপস্থিত সদস্যদের মাঝে  বীমা পলিসির নানা গুরুত্ব তুলে ধরেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024