|
Date: 2023-07-15 13:15:58 |
১০ শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম নান্দাইলের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত
ময়মনসিংহের নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২৩ এ নান্দাইল উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন তাবাসসুম।
এছাড়াও মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা, হামদ,নাত ও জারিগান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।
তাবাসসুম নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী।
বুধবার (১২ জুলাই) চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা হামদ,নাত ও জারিগান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তাকে পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আরিফ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল প্রমুখ।
তাবাসসুম উপজেলা,জেলা এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিকবার পুরষ্কারপ্রাপ্ত হয়েছেন।
© Deshchitro 2024