|
Date: 2023-07-15 13:23:44 |
নান্দাইলে মহিলাদের নিয়ে এমপি তুহিনের উঠান বৈঠক
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বচনের প্রচারনার অংশ হিসাবে গ্রামের নারী ভোটারদের সাথে সাক্ষাত, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সফলতা পৌঁছে দেওয়া,তাদের মতামত জানা ও তাদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষে ময়মনসিংহের নান্দাইলে মহিলাদের নিয়ে উঠান বৈঠক করেছেন ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।
মঙলবার (১০ জুলাই) বিকালে জাহাঙ্গীরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দেউলডাংরা ও ২নং ওয়ার্ডের রায়পাশা গ্রামে দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি উঠান বৈঠকে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং স্থানীয় মহিলাদের সুখ-দুঃখ, চাওয়া পাওয়ার কথা শোনেন। এতে নারীরা কাছ থেকে এমপিকে দেখা ও তার বক্তব্য শুনতে পারা ও তাদের কথা বলতে পেরে খুবই উৎফুল্ল ছিল।
এমপি তুহিন বলেন,শেখ হাসিনাই এদেশের নারীদের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন।বিধবা ভাতা,বয়স্ক মহিলাদের জন্য ভাতা,গর্ভবতী মহিলাদের জন্য ভাতা,মহিলাদের চাকরিতে অগ্রাধিকার প্রদান করে দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত করেছেন।
তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়ন ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে হবে ।দুটি উঠান বৈঠকেই কয়েকশ নারীসহ সমাজের সকলস্তরের সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।এর আগে তিনি উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কর্মি সন্মেলন শেষ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল, পৌরমেয়র রফিক উদ্দিন ভুইয়া,জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল,জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাছলিমা আক্তার শিউলী,নান্দাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার মোঃ শাহিনুর আলম শাহিন,৭ নং ওয়ার্ডের কমিশনার গোলাম আহম্মদ খান রুপক প্রমুখ।
© Deshchitro 2024