
নৌকা ডুবিতে নিহত ৩ ব্যক্তির পরিবারের পাশে বিএনপি নেতা মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল
মমিনুর রহমান
হাতীবান্ধা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহত ৩ পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন লালমনিরহাট জেলা বিএনপি'র অন্যতম সদস্য ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল।
আজ শনিবার (১৫ জুলাই) বিকেলে মৃত্যু ৩ পরিবারের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বলের পক্ষে নিহত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সবুজ।
এসময় নিহত পরিবারের লোকজন বলেন, আমাদের এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য এ্যাড. মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল ভাইকে ধন্যবাদ জানাই। তার জন্য দোয়া রইলো। তিনি যেন সবসময় এভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারেন।