শ্যামনগরে দুই দস্যু আটক ও মালামাল উদ্ধার

 রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ গত শুক্রবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের শিক পরিমল কুমার রায়ের বাড়িতে ডাকাতির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দুই ব্যক্তিকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে ডাকাতিকৃত মালামালের কিছু অংশ। শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, শনিবার থানা পুলিশের উপ-পরিদর্শক  শাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল রাত সাড়ে ৩টার দিকে নিজ নিজ বাড়ী থেকে তাদের আটক করেন।

আটককৃত দুই ব্যক্তি হলেন, উপজেলার দণি পশ্চিম আটুলিয়া গ্রামের আব্দুল গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী ও হায়বাতপুর গ্রামে শেখ ইসমাইল হোসেনের ছেলে শেখ জাহিদুল।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদ পেয়ে প্রথমে নয়ন ঢালীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শেখ জাহিদুল কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তির স্বীকারোক্তিমতে দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের জব্বার গাজীর ছেলে ইউনুস গাজীর পরিত্যাক্ত খড়ের গাদার নিচ থেকে ২টি স্বর্ণের রুলি, আট হাজার টাকা ও ছয়টি শাড়ি উদ্ধার করা হয়েছে। অন্য ব্যক্তিদের আটকের চেষ্টা অব্যহত আছে বলে অফিসার ইনচার্জ জানান। এ ব্যাপারে শ্যামনগর থানায় মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে আটক দুই দস্যু ও উদ্ধারকৃত মালামাল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024