|
Date: 2023-07-15 14:57:32 |
থানা সূত্রে জানা যায়, ১৩ জুলাই সন্ধ্যা আনুঃ ০৭:০০ ঘটিকা হইতে১৪ জুলাই রাত্র অনুঃ ১২:৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা সঙ্গোপনে অভয়নগর থানাধীন নওয়াপাড়া পাঁচকবরস্থ সিংহ গোডাউনে প্রবেশ করে গোডাউনের হেজবোল্ড ভেঙ্গে কাভার্ড ভ্যানে ৯২ বস্তা গম, ওজন অনুঃ ৫.৫ টন, মুল্য: ২,৭৫,০০০/- (দুই লক্ষ পঁচাত্তর হাজার) টাকার মতো লোড দিয়ে চুরি করে নিয়ে যায়। ঘটনা সংক্রান্তে বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানা এলাকাসহ পার্শ্ববর্তী কোতয়ালী থানাধীন বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামস্থ ইলা অটো রাইচ মিল এর সামনে থেকে ট্রাকসহ চোরাইকৃত ৯২ বস্তা, ওজন অনুঃ ৫.৫ টন গম উদ্ধার করাসহ ০৬ জন চোরকে আটক করেছে।ঘটনার সাথে জড়িত আরো চোরদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামীরা হলোঃ নওয়াপাড়া পাঁচকবরের মৃত আবুল হোসেন ছেলে মোঃ ফিরোজ মোল্লা (২৮),মধ্য দিয়াপড়া গ্রামের -মোঃ হাফিজ মোল্লার ছেলে মোঃ রিপন মোল্লা (২৪), উত্তর দিয়া পাড়া গ্রামের সুলতান শেখের ছেলে সাইফুল শেখ, নোয়াপাড়া পাচ কবর গ্রামের আবুবক্কারের ছেলে সাকিব হোসেন (২৬),পদ্মাবিলা পূর্বপাড়ার জহির উদ্দিন শেখের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৮),রংপুর জেলার কাউনিয়া থানার হাড়গাছা গ্রামের মৃত আঃ মালেকের ছেলে মোঃ আজাহারুল ইসলাম (৪৯), এ/পি সাং-নোয়াপাড়া পাঁচকবর কামাল ফকির এর ভাড়াটিয়া, থানা-অভয়নগর, জেলা-যশোর।
© Deshchitro 2024