রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ শনিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের সাধুর হাটখোলা নামক স্থানে ইউনিয়নে চুরি, ছিনতাই, অজ্ঞান পাটির কবল থেকে রক্ষা পেতে জনসচেতনতায় এক সভা অনুষ্ঠিত হয়।
ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্যামনগর থানার এস আই জাহাঙ্গীর, এ এস আই কামরুজ্জামান সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু বলেন, ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসাধারণকে সচেতন থাকার কথা বলা হয়েছে। বিশেষ করে অপরিচিত কোন ব্যক্তিকে ঘোরা ফেরা করতে দেখলে প্রশাসনকে সংবাদ দেওয়া, রাত দশটার পর ভূরুলিয়া ইউনিয়নে কোন দোকান খোলা না রাখা, চুরি, ছিনতাই ,অজ্ঞান পাটি কবল থেকে রক্ষা পেতে বিভিন্ন এলাকায় পাহারা দেওয়ার জন্য কমিটিও গঠন করা হয়েছে বলে জানান।