|
Date: 2023-07-15 16:43:08 |
নোয়াখালীর চাটখিলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসবএফ) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। চাটখিল উপজেলা শাখার সভাপতি মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) এর সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় ১৫ জুলাই বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন করে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভেদাভেদ ভুলে নিজেদের অধিকার আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশব্যাপী বিএমএসএফ সংগঠনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার আদায়ের যে জোরালো দাবি তোলা হচ্ছে তা সকল সাংবাদিকদের প্রানের দাবি বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও অনুষ্ঠানে চাটখিলে কর্মরত বিভিন্ন প্রেসক্লাব এবং ফোরামের সাংবাদিক বৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
© Deshchitro 2024