হ্নীলা উম্মে সালমা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


১৫ জুলাই ২০২৩ ইং রোজ শনিবার হ্নীলা উম্মে সালমা রা. ইসলামিয়া মহিলা মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা-২৩ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জনাব জসিম উদ্দিন রনি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব খোরশেদ আলম, সমাজসেবক জনাব নুরুল ইসলাম ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা আবু বকর। বক্তৃতায় তাঁরা শিক্ষার্থীদের ফলাফলের ভূয়সি প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করার উৎসাহ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ এনামুল হক মনজুর। সভাপতির বক্তব্যে তিনি ফলাফলের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং সার্বক্ষণিক মাদরাসার পাশে থাকার জন্য পরিচালনা কমিটির দায়িত্বশীল এবং অভিভাবক-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনূষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা আলি আহমদ, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা শাহজাহান, এরফানুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী জোবায়ের আহমদ, মাওলানা আতাউল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিগণ কৃত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024