নোয়াখালীর সেনবাগে বিএমএসএফ ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত৷ 


রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী 


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সেনবাগ উপজেলা কমিটির উদ্যোগে বিএমএসএফ এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা 

অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে (১৫ জুলাই) শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় সেনবাগ পৌরসভায় জেলা পরিষদ মার্কেটের ২য় তলায় প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা হয়৷ 


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সেনবাগ উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক সাহাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃরেজাউল করিম রাজুর সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম সুমন, 

সহ-সভাপতি মোঃহাবিবুর রহমান হারুন,সাংগঠনিক সম্পাদক এম এ হাসান,সাংবাদিক মোঃ ইমতিয়াজ উদ্দিন,

অর্থ বিষয়ক সম্পাদক আলা উদ্দিন আলো,ধর্ম বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান প্রমূখ।


বিশেষ অতিথি হিসেবে আরও  উপস্থিত ছিলেন সাংবাদিক এসোসিয়েশন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ ও দৈনিক দেশচিত্র প্রতিনিধি সিনিয়ার সাংবাদিক রিপন মজুমদার।


এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর দিন-রাত সাংবাদিক নির্যাতন ও ১৪ দফা দাবি নিয়ে কাজ করে যাচ্ছেন, তাই বাংলাদেশের সকল সাংবাদিকদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024