১৬জুলাই রবিবার দিনাজপুরে পৃথক পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দুজন নিহত এবং ৮থেকে ১০জন আহত হয়েছে বলে জানা যায়।। দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের পাঁচ বাড়ি নামক স্থানে দিনাজপুর অভিমুখী যাত্রীবাহী একটি বাসকে একই অভিমুখী একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে গেলে গাড়ির হেলপার আবু বক্কর(৩০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত আবু বক্কর দিনাজপুর সদর উপজেলার উমরপাইল গোয়ালপাড়া এলাকার আফতাব উদ্দীনের ছেলে। অবস্থানকারী যাত্রীদের আশেপাশের লোকজন এসে উদ্ধার করে যাদের মধ্যে ৮থেকে ১০জন যাত্রী আহত হয়। !
আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং কোতোয়ালি থানা পুলিশ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন!।দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন আহতদের দ্রুত চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।এবং বাসটি খাদ থেকে উদ্ধারের প্রক্রিয়া চলছে। অন্যদিকে দিনাজপুর সদর উপজেলা চিরিরবন্দর চাম্পাতলী নামক স্থানে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।