রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল হাসান (২১) ও কাওছার খাঁ (২১) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দৌলতদিয়া ইউপির পোড়াভিটা এলাকার মো. শাহজাহান শেখের ছেলে কামরুল হাসান, ও একই ইউপির দৌলতদিয়া সিনেমা হল এলাকার আফজাল খাঁর ছেলে কাওছার খাঁ। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় থানার অফিসার ফোর্স অভিযান চালিয়ে আসামি কামরুল হাসানের বসত ঘর থেকে তাদেরকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে তাদেরকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024